উত্তর প্রদেশে গরুর মাংস ব্যাবসায়ীদের হুমকি দিল বিজেপি নেত্রী

0
39

ভারতের উত্তর প্রদেশে হিন্দু অধ্যুষিত এলাকায় গরুর মাংস ও আমিষ জাতীয় খাবার বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে বিজেপির এক নেত্রী। উত্তর প্রদেশের মুরাদাবাদে এক সভায় এই বক্তব্য প্রদান করে ভারতের বিজেপির এক নেত্রী। পরে সে পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ব্যবসায়ীদের লক্ষ্য করে হুমকিও দেয়।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ভাইরাল ওই ভিডিও তে দেখা যায়, সুনিতা শর্মা নামক ওই উগ্রবাদী বিজেপি নেত্রী মুসলিম দোকানদারদের ওই এলাকা ছেড়ে দ্রুত চলে যাওয়ার হুমকি দেয়। যদি তারা ওই এলাকা ছেড়ে না যায় তাহলে তাদের দোকানগুলোতে হামলার হুমকি দেয় সে।

১৮ ডিসেম্বর বুধবার ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণে বিজেপির ওই নেত্রী মুসলিম দোকানীদের কে তার হুকুম অমান্য করার শাস্তির কথাও বলে।

সে বলে, ‘আমি শুনতে পেরেছি এই এলাকায় দুইটি বিরিয়ানির দোকান রয়েছে। যোগী জি বলেছে, হিন্দু এলাকায় কোনও গরুর মাংসের দোকান থাকতে পারবে না। ভালো করে শোনো, দ্রুত দোকানগুলো খালি করে এলাকা ছেড়ে চলে যাও।’

তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ঝড় উঠেছে। বিশেষজ্ঞরা বলছে তার এই ধরণের বক্তব্য সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কে দিচ্ছে।

আইন বিশেষজ্ঞরা বলছেন, তার এই ধরণের উগ্রবাদী আচরণ ও হুমকি প্রদান খোদ ভারতীয় সংবিধান বিরোধী এবং ফৌজদারি অপরাধ।


তথ্যসূত্রঃ
1.BJP Leader Threatens Muslim Traders Selling Meat in UP’s Moradabad Area
– https://tinyurl.com/ywnj4hsf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবর্বর ইসরায়েলি আগ্রাসনে আরও ৩২ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধগাজার বাসিন্দাদের পানি থেকে বঞ্চিত করে ‘গণহত্যা’ চালাচ্ছে ইসরায়েল