লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এসময় দলীয় কার্যালয়, বসতবাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ফারুক কবিরাজ ও রায়পুর উপজেলা কৃষকদলের সদস্যসচিব শামীম গাজী গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা। উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট ও বাবুরহাটে ঘটনাটি ঘটে। এতে শফিক রাঢ়ী, তাহমিনা বেগম, সানু বেগম, গণি রাঢ়ি, মিজান খান, কবির হোসেন, বিল্লাল হোসেন ও জিহাদসহ ১৫ জন আহত হয়।
সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, খাসেরহাট বাজার ও আশপাশ এলাকায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান করছে। যেকোনো মুহূর্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয় লোকজন। এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
তথ্যসূত্র:
১. লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১৫
– https://tinyurl.com/yvyhf2rk