সোমালিয়ার হাওদালী জেলা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে আশ-শাবাব: নিহত অন্তত ২৫

0
311

সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের হাওদালীতে ভারী লড়াইয়ের পর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছেন মুজাহিদিনরা।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ২০ ডিসেম্বর ভোরবেলায় মধ্য শাবেলী রাজ্যের হাওদালী জেলায় একটি ভারী আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনরা। অভিযানটি মোগাদিশু সরকার সমর্থিত গুরুগুর্ত মিলিশিয়াদের দ্বারা পরিচালিত একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে। মুজাহিদিনরা কয়েক ঘন্টার তীব্র লড়াইয়ের মাধ্যমে সামরিক ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।

অভিযানের প্রাথমিক ফলাফল থেকে জানা যায়, এই অভিযানে মোগাদিশু সমর্থিত মিলিশিয়া বাহিনীর অন্তত ২১ সৈন্য নিহত এবং আরও অনেক সৈন্য আহত হয়েছে। বাকি সৈন্যরা জীবন বাঁচাতে পালিয়ে গেছে, এবং অনেকে মুজাহিদদের হাতে জীবিত বন্দী হয়েছে। সেই সাথে মুজাহিদিনরা শত্রু বাহিনী থেকে অসংখ্য অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে অর্জন করেছেন।

সূত্রমতে, সামরিক ঘাঁটিটি মুজাহিদদের পদানত হওয়া এবং সৈন্যদের পলায়নে ফলে, হাওদালী শহরের সিংহভাগ এলাকার নিয়ন্ত্রণ মুজাহিদদের হাতে চলে এসেছে।

মুজাহিদদের এই বিজয়ের পর এদিন কয়েকবার ঘাঁটিটির দখল নেওয়ার চেষ্টা করে মোগাদিশু বাহিনী। কিন্তু প্রতিবারেই মোগাদিশু বাহিনী মুজাহিদদের কাছে চরমভাবে পরাভূত হয়। এসময় মুজাহিদিনরা শত্রু বাহিনীকে দূর্বল করতে শহরে শত্রু বাহিনীর সরবরাহের পথ বন্ধ করে দেন।

এদিন হাওদালী জেলার উপকণ্ঠে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটান মুজাহিদিনরা। এতে জেলার ডেপুটি গভর্নর মিউজ কোকানে এবং তার ২ দেহরক্ষী সৈন্য নিহত হয়। একই এলাকায় মুজাহিদদের আরেকটি বোমা বিস্ফোরণে আলী শের নামে এক অফিসার নিহত হয়। যে হিরান রাজ্যে মোগাদিশু বাহিনীর গুরুত্বপূর্ণ একজন সেনা কমান্ডার ছিল।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2tchy5p2

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় সন্ত্রাসী ইসরায়েলি হামলায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত
পরবর্তী নিবন্ধভিডিও || নিষেধাজ্ঞায় থাকা রোটা বন্দর দিয়েই ইসরায়েলে গোলাবারুদ পাঠালো যুক্তরাষ্ট্র