গাজায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ২ দখলদার সেনা নিহত

0
175

২০ ডিসেম্বর, শুক্রবার উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ২১ ডিসেম্বর, শনিবার ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকল এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেডস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের এক যোদ্ধা জাবালিয়া শরণার্থী শিবিরের ‘পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জে’ এক স্নাইপারসহ মোট দুই ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে।

ঐ ঘটনার এক ঘন্টা পরে, একই যোদ্ধা দখলদার সৈন্যের ছদ্মবেশে ৬ সৈন্য বিশিষ্ট একটি ইহুদিবাদী বাহিনীর ভেতরে প্রবেশ করে একটি সফল আত্মঘাতী হামলা করতে সক্ষম হন।

বিবৃতিতে বলা হয়েছে, যোদ্ধা একটি বিস্ফোরক বেল্ট পরা অবস্থায় সৈন্যদের ভিড়ের মধ্যে চলে যান এবং বিস্ফোরন ঘটিয়ে তাদেরকে হত্যা ও আহত করেন।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত ১৩ হাজার ৫০০ জন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সদস্য আহত হয়েছে। আহত সৈন্যদের ৩৭ শতাংশ গুরুতর আঘাতে পেয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, এছাড়া আরো অন্তত পাঁচ হাজার ২০০ সেনা মানসিক রোগ আক্রান্ত।


তথ্যসূত্র:
1. The Extraordinary Actions of a Single Jabaliya Fighter – Resistance Roundup – Day 441
– https://tinyurl.com/ydnaxndn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || নিষেধাজ্ঞায় থাকা রোটা বন্দর দিয়েই ইসরায়েলে গোলাবারুদ পাঠালো যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধগাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের ৭ শিশুসহ নিহত ১২