রংপুরে আয়োজিত তথ্য মেলায় সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিব বর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য–সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। মেলার উদ্বোধনের আগেই এসব লিফলেট ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
রোববার (২২ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে রংপুরে নগরীর টাউন হল মাঠে শুরু হওয়া দুদিন ব্যাপী তথ্য মেলায় এ ঘটনা ঘটে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) ’ র আয়োজনে তথ্য মেলার উদ্বোধন করে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
মেলার উদ্বোধনের আগেই ওই লিফলেট সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে স্টলগুলো থেকে লিফলেট সরিয়ে ফেলা হয়। ওই চারটি স্টল হলো—জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ এবং সঞ্চয়।
তথ্যসূত্র:
১.তথ্য মেলার লিফলেটে মুজিববর্ষ ও শেখ হাসিনার বাণী, সমালোচনার ঝড়
-https://tinyurl.com/2bwfpw69