বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম করলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের নেতা

0
16

বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীকে কুপিয়ে জখম করেছে নিষিদ্ধ ঘেষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের গৌরীপুর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমান (২৩)। এ ঘটনায় রোববার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর পৌর শহরের কালীপুর এলাকা থেকে যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করে।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের নেতা নোমানের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে (২২) কুপিয়ে আহত করার এবং আন্দোলনরতদের ওপর হামলা করার অভিযোগ রয়েছে। গৌরীপুর সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর জায়েদিদ এবং ক্যাপ্টেন ইমতিয়াজ এ গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেয়।

আহত অভি গণমাধ্যমকে জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে সামনের সারিতে ভূমিকা রাখায় এবং ফেসবুকে নিয়মিত পোস্ট করায় আমার ওপর ক্ষিপ্ত ছিল নোমান। এ ঘটনায় সে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিল।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মাজহারুল হক গণমাধ্যমকে জানিয়েছে, গত ১৯ ডিসেম্বর রাতে ব্যাডমিন্টন খেলার সময় পৌর শহরের কালীবাড়ী মধ‍্যতরফ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবারক হোসেন অভিকে কুপিয়ে জখম করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের নেতা নোমান।


তথ্যসূত্র:
-https://tinyurl.com/2pm4pxnn

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে পুলিশি হেফাজতে মুসলিম ব্যক্তিকে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ
পরবর্তী নিবন্ধভারতের বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত