গাজার স্কুল-হাসপাতাল-সেফ জোনে সন্ত্রাসী ইসরায়েলের বর্বর হামলা, নিহত ৫০

0
0

২২ ডিসেম্বর, রবিবার দখলদার ইসরায়েলি বাহিনী দক্ষিণ গাজার আল-মাওয়াসির তথাকথিত `নিরাপদ অঞ্চল’ এ বোমাবর্ষণ করেছে। এর ফলে তাঁবুতে আগুন লেগেছে । এ ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে সাতজন ফিলিস্তিনি। এ নিয়ে গত দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ৫০। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাদের অধিকাংশই অবরুদ্ধ উত্তরে নিহত হয়।

৫০ জনের মধ্যে গাজা শহরের একটি স্কুলে হামলায় আট ফিলিস্তিনি, জাবালিয়ায় দুটি অভিযানে সাতজন, আল-মাওয়াসিতে তাঁবুতে বোমা হামলায় সাতজন, গাজা শহরে একটি গাড়িতে হামলায় চারজন, অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের আশপাশে তিনজন, গাজা শহরের শুজাইয়া পাড়ায় হামলায় দুইজন, কেন্দ্রীয় নুসেইরাত শরণার্থী শিবিরে অভিযানে দুজন, বুরেজ শরণার্থী শিবিরের একটি বাজারে ড্রোন হামলায় এক শিশু নিহত হয়েছে।

আল জাজিরা আরবি সংবাদদাতা জানিয়েছেন, গাজা শহরের তুফাহ এলাকায় একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি আহত হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী রোগীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরে সেখানে সর্বশেষ কার্যকর হাসপাতালেও আক্রমণ করছে।

অবরুদ্ধ উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক বলেছেন, হাসপাতাল খালি করার জন্য ইসরায়েলি আদেশ মান্য করা ‘অসম্ভব’, কারণ শিশুসহ প্রায় ৪০০ জন বেসামরিক লোক ভিতরে রয়ে গেছে। শিশুদের অক্সিজেন এবং ইনকিউবেটর প্রয়োজন।

ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান রবিবার গাজায় ইসরায়েলের হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, স্কুল ও হাসপাতালে হামলা ‘সাধারণ’ বিষয় হয়ে উঠেছে।

গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৪৫ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সাত হাজার ৬২৭ জন আহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. Israel bombs al-Mawasi camps, school amid a wave of attacks across Gaza
– https://tinyurl.com/282k3v5h
2. At least 50 Palestinians killed by Israel on Sunday
– https://tinyurl.com/2sfajmen

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতের বিএসএফের গুলিতে চা শ্রমিক নিহত