বিহারে মুসলিম যুবককে মারধর; বাধ্য করলো থুথু চাটতে

0
40

বিহারের মুজাফ্ফার নগরে কলেজ ক্যাম্পাসে নবী হাসান নামক এক মুসলিম যুবকে হেনস্তা ও মারধর করেছে একদল উগ্ৰবাদী যুবক। রবিবার (২২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্যা অবজারভার পোস্টে এই বিষয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়।

হামলাকরী উগ্ৰাদী ওই হিন্দুরা ওই মুসলিম যুবকে থুথু চাটতে বাধ্য করে। পরে তারা তাকে কান ধরে উঠা-বসা করতেও বাধ্য করে।

মারধরের ওই ভিডিও ধারণ করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভাইরাল ওই ভিডিও তে দেখা যায়, নবী হাসানকে বেল্ট ও লাঠি দিয়ে মারধর করছে একদল উগ্ৰবাদী যুবক। আশেপাশে অনেকে দাড়িয়ে দেখলেও তাকে উদ্ধার করার চেষ্টাও করেনি।

ভিডিওটি ভাইরাল হবার পর ভুক্তভোগী হাসানের পরিবার ঘটনা সম্পর্কে জানতে পারেন‌।

ভুক্তভোগী হাসানের মা স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তার ছেলেকে ধারালো ছুরি ধরে ভয় দেখানো হয় এবং মারধরের ঘটনা সম্পর্কে চুপ থাকতে বলা হয়।

তার মা স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগে তিনি বলেন, তার ছেলে পারিবারিক কাজে বারানাস ব্যাংক চক এলাকায় যান। সেখান তাকে কোণঠাসা করে কলেজ ক্যাম্পাসে টেধে হেচড়ে নিয়ে যাওয়া হয়‌। হাসানের অনুরোধ সত্বেও তারা তাকে মারদর করে এবং তার কাছ থেকে দুই হাজার রুপিও ছিনতাই করে নেয়।


তথ্যসূত্র:
1.Bihar: Muslim Man Nabi Hasan Forced to Lick Spit, Beaten by College Bullies in Muzaffarpur
-https://tinyurl.com/yfvcskme

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশ ছেড়ে পালানো হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি; হাতে পেয়েও মন্তব্য করেনি ভারত
পরবর্তী নিবন্ধমন্দিরের রাস্তা প্রশস্ত করতে ১০,০০০ মুসলিম মালিকানাধীন দোকান ভাঙবে বিজেপি সরকার