গাজায় বর্বর ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৮ ফিলিস্তিনি

0
27

দখলদার ইসরায়েলের অব্যাহত হামলায় গাজায় মানবিক সংকট আরও গভীর হচ্ছে। উত্তরের অবরুদ্ধ গাজার কামাল আদওয়ান হাসপাতালের ওপর বর্বর ইসরায়েলি বাহিনী ধারাবাহিক হামলা চালিয়ে হাসপাতালের কার্যক্রম প্রায় অচল করে ফেলেছে। রিমোট-কন্ট্রোলড যানবাহন ব্যবহার করে করা হামলায় অন্তত ২০ জন রোগী ও চিকিৎসাকর্মী আহত হয়েছেন।

মধ্য গাজার দেইর আল-বালাহ অঞ্চলে ত্রাণবাহী কনভয়ের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় চারজন নিরাপত্তা কর্মী নিহত হন। এ কনভয়টি ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিল। ২৩ ডিসেম্বর, সোমবার ইসরায়েলের হামলায় মোট নিহত ৫৮ এবং আহত প্রায় ৮৪ জন । গাজার যুদ্ধের শুরু থেকে মানবিক সহায়তার প্রচেষ্টাগুলো সন্ত্রাসী ইসরায়েলের আক্রমণের কারণে বারবার বাধাগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর গত ১৪ মাসব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ হাজার ৩১৭ জন এবং আহত হয়েছেন ১ লাখ ৭ হাজার ৭১৩ জন।

নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।


তথ্যসূত্র:
1. Israeli strikes kill at least 58 including children in Gaza Strip
– https://tinyurl.com/ynr54bcb
2.Death toll across Gaza Strip surges to 45,317, over 107,713 injured
– https://tinyurl.com/yds2vwv8

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজা যুদ্ধে বর্বরতার সকল সীমা অতিক্রম করেছে সন্ত্রাসী ইসরায়েল
পরবর্তী নিবন্ধগাজায় ডেপুটি কমান্ডার সহ ৩ দখলদার সৈন্য নিহত