উত্তর গাজা উপত্যকায় স্বাধীনতাকামী প্রতিরোধ যোদ্ধাদের আক্রমনে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর ডেপুটি কমান্ডার সহ ৩ দখলদার সৈন্য নিহত হয়েছে । ইসরায়েলি বাহিনীর বরাতে আল মায়াদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সামরিক মুখপাত্র ২৩ ডিসেম্বর, সোমবার সন্ধ্যায় উত্তর গাজা উপত্যকায় সংঘর্ষের সময় কেফির ব্রিগেডের একজন অফিসার এবং দুই সৈন্যের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে। ইসরায়েলি মিডিয়া প্রকাশ করেছে যে নিহত অফিসার ডেপুটি কোম্পানি কমান্ডারের পদে ছিল।
প্রতিবেদনে বলা হয়েছে যে দখলদার ইসরায়েলি বাহিনীর একটি ইউনিট উত্তর গাজার বেইত হানুন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের একটি অতর্কিত আক্রমনের মুখে পড়ে। এ সময় তাদের কাছেই একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হয়েছিল, যার ফলে অফিসার এবং দুই সৈন্যের মৃত্যু হয়। এ ঘটনায় আরো একজন সৈন্য আহত হয়েছে।
বিস্ফোরণের পর দ্বিতীয় একটি ইসরায়েলি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে তারা আরেকটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের মুখোমুখি হয়। ধারণা করা হচ্ছে দ্বিতীয় বিস্ফোরনেও হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে যে উত্তর গাজায় সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ১৬২ তম ডিভিশনের মোট ৩৮ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।
তথ্যসূত্র:
1. ‘Israel’ admits deputy commander of company, soldiers killed in Gaza
– https://tinyurl.com/4f9z7krd