সিরিয়ার সশস্ত্র ইসলামি প্রতিরোধ দলগুলো সম্মিলিত অপারেশনের মাধ্যমে গত ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কসাই বাশার আল-আসাদ সরকারকে উৎখাত করেন। এরমাধ্যমে দেশটিতে অবসান ঘটে প্রায় ৬ দশকের অন্ধকারাচ্ছন্ন বাথিস্ট শাসনেরও। বর্তমানে দেশটিকে দ্রুত পুনর্গঠনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাষ্ট্রপ্রতি আহমদ আল-শারার নেতৃত্বাধীন নতুন প্রশাসন।
সিরিয়ায় নতুন এই প্রশাসন দেশটিকে কিভাবে পরিচালনা করবেন তা নিয়ে জনমনে আছে নানান সন্দেহ ও মতভেদ। এনিয়ে আছে নতুন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার মিশ্র বক্তব্যও। ফলে আগামীর দিনগুলোই বলে দিবে সিরিয়া কিভাবে শাসিত হবে। তবে এবিষয়ে সম্প্রতি সিরিয়ার নতুন প্রশাসনের ঘনিষ্ঠ একটি সূত্র তুর্কি ভিত্তিক সংবাদ মাধ্যম “ম্যাপা নিউজ”র সিনিয়র রিপোর্টার খালিদ আব্দুর রহমানকে জানান যে, “সিরিয়ার নতুন প্রশাসন পরিচালিত হবে ইসলামি শরিয়াহ্ আইনের ভিত্তিতে”। নতুন প্রশাসন ধীরে ধীরে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করবে।
সূত্রটির দেওয়া তথ্য অনুযায়ী, সিরিয়ায় নতুন যে প্রশাসন প্রতিষ্ঠিত হচ্ছে তা হবে একটি ইসলামি প্রশাসন, আর দেশটি শাসিত হবে ইসলামী শরিয়া দ্বারা। এ প্রেক্ষাপটে বর্তমানে নতুন সংবিধান রচনার কাজ চলছে, যার জন্য একটি শরিয়া কমিটি গঠন করা হয়েছে। এই লক্ষ্যে সিরিয়ার নেতৃস্থানীয় আলেম, কাজী এবং আইনবিদরা বৈঠক করছেন। লক্ষ্য হলো ধীরে ধীরে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করা। প্রথম পর্যায়ে ভালো কাজের আদেশ ও মন্দ কাজ থেকে বিরত রাখার কর্যক্রম চলানো হবে। পরবর্তীতে বিভিন্ন শরিয়াহ্ আদেশগুলো সরাসরি ও নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে কার্যকর হতে শুরু করবে।
সূত্রটি জানায় যে, ইসলামি কৃষ্টি কালচারের ক্ষেত্রে বর্তমানে রাজধানী দামেস্ক খুবই খারাপ অবস্থার মধ্যে রয়েছে। ফলে এখানে প্রথমে দাওয়াতী ক্যাম্পেইন চালানো হবে, সেই সাথে জনগণের জন্য ধারাবাহিকভাবে বিশেষ দাওয়াতী কার্যক্রম পরিচালনা করা হবে। এতে লোকেরা ধীরে ধীরে ইসলামী আইনের সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবেন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yh3yn45a
আলহামদুলিল্লাহ,আল্লাহ সিরিয়ায় মুজাহিদ ভাইদেরকে সুস্থতা দান করুন।আমিন