যুবলীগ নেতার বাড়িতে নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা

1
50

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গর্তে ঢুকিয়ে আগুনে পুড়িয়ে হরলুজা বেগম (৫০) নামে এক মহিলাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) সকালে এক যুবলীগ নেতার বাড়িতে এই লোমহর্ষক হত্যাকাণ্ড ঘটেছে। নিহত হরলুজা বেগম উপজেলার হীরাপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও প্রতিবেশীরা গণমাধ্যমকে জানিয়েছে, উপজেলার গাজীর বাজার হীরাপুর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। মঙ্গলবার(২৪ ডিসেম্বর ) সকাল ৭টার দিকে হাঁস খুঁজতে এসে স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার বাড়ির পরিত্যক্ত টিনের ভাঙা ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হতে দেখে। সেখানে থাকা শাহনেওয়াজের ছেলে ফারহান রনি (৩০) জানায় সে পাতা পোড়া দিয়েছে। এ কথায় বিশ্বাস না হলে হাঁসের মালিক দুই ভাই এনামুল ও রোমান এবং তাদের চাচাতো ভাই উবায়দুল ঘরের ভেতরে কী আছে দেখতে চায়। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদেরকে মারার হুমকি দেয়। এতে সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন গিয়ে গর্তে পুড়তে থাকা লাশ দেখতে পায়।

পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে এবং ফারহান রনিকে গ্রেফতার করে। মৃতদেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তবে মাথা একেবারেই ছিল না। হাতে চুড়ি থাকায় দেহটি তরুণীর বলে প্রথমে ধারণা করা হয়। গ্রেফতারকৃতের তথ্যমতে গত মঙ্গলবার(২৪ ডিসেম্বর ) দুপুরে পুলিশ মহিলার পোড়া মাথা উদ্ধার করে।

একজনকে পুড়িয়ে ফেলা হয়েছে। তার দেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। পরে গ্রেফতারকৃত যুবকের তথ্য মতে মাথা উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়। কিভাবে কী ঘটানো হয়েছে তা জানার চেষ্টা চলছে।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানিয়েছে, গত মঙ্গলবার(২৪ ডিসেম্বর ) ভোড়ে মহিলাকে ঘরে ডেকে নিয়ে যায় গ্রেফতারকৃত ফারহান রনি। রনির বাবা যুবলীগ নেতা শাহনেওয়াজ ভূঁইয়ার জায়গায় ঘর তুলে বসবাস করতেন হরলুজা বেগম ও তার পরিবার।


তথ্যসূত্র:
১.যুবলীগ নেতার বাড়িতে নারীকে গর্তে ঢুকিয়ে পুড়িয়ে হত্যা
-https://tinyurl.com/yfezar3y

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ সমন্বয়কের বাড়ির দেওয়ালে হুমকি বাণী
পরবর্তী নিবন্ধএকইদিন নাইজারের ৪টি এলাকায় মুজাহিদদের সফল হামলা