সুলতান মাহমুদ গজনবী সম্পর্কে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর ভিত্তিহীন মন্তব্য, ইমারতে ইসলামিয়ার কঠোর প্রতিবাদ

1
102

সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ একটি টেলিভিশন সাক্ষাৎকারে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে ভিত্তিহীন মন্তব্য করেছে। সে দাবি করেছে, সুলতান মাহমুদ গজনবীর (রহমাতুল্লাহি আলাইহি) ভারত অভিযান ছিল শুধুমাত্র লুটপাটের উদ্দেশ্যে এবং তাকে সে কখনোই হিরো হিসেবে বিবেচনা করে না।

খাজা আসিফের এ মন্তব্যের প্রতিক্রিয়ায় ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এসব কথাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে এবং সেগুলোকে ভিত্তিহীন এবং ঐতিহাসিক সত্যের প্রতি অজ্ঞতা বলে বর্ণনা করেছে।

গত ২৩ ডিসেম্বর, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে খাজা আসিফের মন্তব্যগুলোকে দায়িত্বহীন এবং অজ্ঞতাপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন সাহসী যোদ্ধা, যার মিশন ছিল নিপীড়িত জাতিগুলোকে উদ্ধার করা, বিশেষত ভারতের মুসলমানদের মুক্তি ও রক্ষা করা। ইতিহাস সাক্ষী, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তাঁর ধর্মীয় ও মানবিক দায়িত্ব থেকে এসব করেছিলেন।

তিনি আরও বলেন, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যদিও আফগান মুসলিম ছিলেন, তিনি ছিলেন মুসলিম উম্মাহর গর্বের প্রতীক। তার কর্মকাণ্ড ছিল অন্যায়ের বিরুদ্ধে নিপীড়িত জাতির প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদান। আমরা দুঃখিত যে, পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এমন একটি ঐতিহাসিক সত্যকে অস্বীকার করেছেন।

তিনি পাকিস্তান সরকারের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তোলে বলেন, পাকিস্তান সরকার সুলতান মাহমুদ গজনবীর (রহমাতুল্লাহি আলাইহি) নামে দেশটির ক্ষেপণাস্ত্র অস্ত্রের নামকরণ করেছে, অথচ তাদের কর্মকর্তারা তাঁর ঐতিহাসিক ভূমিকাকে খাটো করছেন।


তথ্যসূত্র:
1. Islamic Emirate Condemns Khawaja Asif’s Remarks as Ignorance of Historical Facts
– https://tinyurl.com/ye4f3a7z

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্যেই আমেরিকার বিরুদ্ধে ২০ বছর যুদ্ধ করেছি: আফগান উপ প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের ৭টি গ্রামে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫