কাশ্মিরে ৩০০ ফুট খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, ৫ ভারতীয় সেনা নিহত

0
205

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৯ সৈন্য। সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি হাইওয়ে থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। যারা আহত হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।

২৫ ডিসেম্বর, বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে পাঁচ সেনাসদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।

কর্মকর্তারা জানিয়েছে, উপত্যকার ঘড়োয়া এলাকায় ২৪ ডিসেম্বর, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ছয়টি গাড়ির একটি কনভয়ের অংশ হিসেবে সেনাসদস্যদের বহনকারী ওই গাড়িটি বানোই যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল চালক। পুঞ্চের মেনধারের বালনোই এলাকার ওপর দিয়ে যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি। কাছেই রয়েছে পাকিস্তান সীমান্তের নিয়ন্ত্রণ রেখা। আর ওই এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা একেবারে গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

অবশ্য এই ধরনের দুর্ঘটনা কাশ্মিরে এটাই প্রথম নয়, গত মাসেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সেসময় ভারতীয় এক সেনা প্রাণ হারায়। আহত হয় আরও বেশ কয়েকজন। গত ৪ নভেম্বর কালাকোটের বাদোগ গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটেছিল।


তথ্যসূত্র:
1. 5 Soldiers Killed As Army Vehicle Plunges Into 300-Foot Gorge In J&K
– https://tinyurl.com/4y962s92
2.Five soldiers were killed and eight injured in Jammu & Kashmir’s Poonch
– https://tinyurl.com/59st5v78

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের ৭টি গ্রামে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত অন্তত ১৫
পরবর্তী নিবন্ধনাকে খত দিয়ে বাংলাদেশিদের কাছে ক্ষমা চাইছে ভারতের ব্যবসায়ীরা!