পাকিস্তানি রাষ্ট্রদূতকে ডেকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তীব্র প্রতিবাদ

4
289

সম্প্রতি আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনার পর, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং একটি প্রতিবাদপত্র প্রদান করেছে।

২৫ ডিসেম্বর আফগান গণমাধ্যম হুরিয়াত রেডিও এক প্রতিবেদনে জানায়, আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানি দূতাবাসের প্রতিনিধিকে ডেকে পাকিস্তানি সেনাদের পরিচালিত বোমা হামলার প্রতিবাদ জানিয়েছে। প্রতিবাদপত্রে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের ডুরান্ড লাইন এলাকায় আকাশপথে হামলা চালানোর কথা বলা হয়, যার ফলে অনেক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে। আফগান প্রশাসন এই হামলাকে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টির চেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

আফগান কর্মকর্তারা পাকিস্তানকে সতর্ক করে বলেছে, আফগান ভূখণ্ডে অনুপ্রবেশ এবং বেসামরিক মানুষের ক্ষতি আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি আক্রমণ। তারা পাকিস্তানকে হুশিয়ারি দিয়ে বলেছে, আফগানিস্তান তার আকাশসীমা রক্ষায় দৃঢ় সংকল্পবদ্ধ এবং এ ধরনের হামলা কখনোই মেনে নেবে না।

এছাড়াও, আফগানিস্তানের ইমারতে ইসলামিয়া তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে যে, দেশটি তার স্বাধীনতা ও আঞ্চলিক সীমানা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত। প্রতিবাদপত্রে বলা হয়েছে, পাকিস্তানকে জানানো হয়েছে যে, অবিবেচক হামলার পরিণতি হিসেবে দেশটি কঠিন ফলাফলের মুখোমুখি হতে হবে।


তথ্যসূত্র:
1. Foreign Ministry Summons Pakistan embassador over Paktika agression
– https://tinyurl.com/esm6fm4v

4 মন্তব্যসমূহ

  1. ফেইসবুকে বিভিন্ন আইডি থেকে বিভিন্ন ভিডিও সহ দাবি করা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের উপরে হামলা করেছে।এমনকি তাদের একটি বাজার প্রযন্ত দখলে নিয়েছে মুজাহিদরা এমন দাবিও করা হয়েছে। ইমারার এই বিষয়টি যাচাই করে জানানোর আবেদন করছি

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
পরবর্তী নিবন্ধভারতে মুসলিম শিক্ষার্থীদের নামাজের অনুমতি দেওয়ায় বরখাস্ত হিন্দু শিক্ষক