চুরির সন্দেহে ৫০ বছর বয়সী এক দলিত লোককে গাছের সাথে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভারতের ছত্তিশগড়ের রায়গাহ জেলায় এই ঘটনা ঘটে। গত রবিবার (২২ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
বাটু নামে পরিচিত স্থানীয় এক হিন্দু ৫০ বছর বয়সী বরেন্দ্র সিধার নামক দলিত লোকের বিরুদ্ধে চাউল চুরির অভিযোগ তোলে।
রাগন্বিত সিদার তার আরও দুই প্রতিবেশীকে অজয় প্রধান (৪২) অশোক প্রধাণ (৪৪) ডেকে আনে। তারা একসাথে সারথি নামক নামক ওই দলিতকে গাছের সাথে বাঁধে। পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, দলিত ওই লোককে বাঁশ-লাঠি দিয়ে মারধর করে এবং লাথি ও ঘুষি দেয়।
সকাল ০৬ টা নাগাদ গ্রামবাসীরা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারা এসে ভুক্তভোগী ওই লোককে গাছের সাথে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। কিছুক্ষণ পর পুলিশ তাকে মৃত ঘোষণা করে।
হত্যার দায়ে ওই তিন হিন্দুকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সাথে অন্য কারো সম্পৃক্ততা আছে কী না তা খতিয়ে দেখার জন্য তদন্ত করছে পুলিশ।
তথ্যসূত্র:
1. Dalit Man Tied to Tree and Beaten to Death Over Rice Theft Allegation in Chhattisgarh
– https://tinyurl.com/29879x4m