নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঢাবি শাখা সভাপতির রুম থেকে মদের বোতল ও বুলেট উদ্ধার

0
38

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি মাজহারুল কবির শয়নের রুম থেকে .২২ ক্যালিবার সদৃশ একটি বুলেট ও একটি স্কচ হুইস্কি মদের বোতল পাওয়া গেছে।

ডেইলি ক্যাম্পাসের বরাতে জানা যায়, ছাত্রত্ব না থাকা সত্ত্বেও অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলের ৩৪৩, ৩৪৪ এবং ৩৪৫ নম্বর রুম দখল করে থাকতো শয়ন। কোটা আন্দোলন চলাকালীন সময়ে গত ১৭ জুলাই ঢাবির সব হল থেকে একে একে ছাত্রলীগের নেতাদের রুম ভাঙচুর করে তাদের বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা আঁচ করতে পেরে আগের দিন রাতেই (১৬ জুলাই) হল ছেড়ে পালায় ছাত্রলীগ সভাপতি শয়ন।

বর্তমানে সূর্যসেন হলের ৩৪৫ নম্বর রুমে থাকে বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ সেশনের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষার্থী আরিফুল ইসলাম। গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রুমে আসবাবপত্র পরিষ্কার করার সময় বুলেট ও মদের বোতলটি পেয়েছেন তিনি।

আরিফুল ইসলাম মঙ্গলবার ( ২৪ ডিসেম্বর) ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদককে একটি স্কচ হুইস্কি মদের বোতল দেখান। বোতলের ভেতরে একটি .২২ ক্যালিবার সদৃশ বুলেট ছিল বলেও নিশ্চিত করেন তিনি। সম্প্রতি রুমের আসাবাব পত্র পরিষ্কার করার সময় বোতল ও বুলেট পান তিনি।


তথ্যসূত্র:
১.ঢাবিতে ছাত্রলীগ সভাপতির রুমে বুলেট, মদের বোতল
– https://tinyurl.com/dpe2kksm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে চুরির সন্দেহে দলিত সম্প্রদয়ের এক লোককে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধভিডিও || ইসলামি আইন বাস্তবায়নের লক্ষ্যেই আমেরিকার বিরুদ্ধে ২০ বছর যুদ্ধ করেছি: আফগান উপ প্রধানমন্ত্রী