কবি নজরুল সরকারি কলেজে ছাত্রদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কলেজের আবাসিক শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীবাজার এলাকায় কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ করে কলেজ ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা। বিকালে কয়েকশ ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে অবস্থান নেয়। এসময় কলেজের মসজিদের পিছনে ককটেল বিস্ফোরণের আওয়াজে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পদবঞ্চিতদের অভিযোগ, নবগঠিত আহ্বায়ক কমিটিতে যোগ্য নেতাদের বাদ দিয়ে কেন্দ্রীয় নেতারা পক্ষপাতিত্ব করেছে। তাদের দাবি, প্রকৃত ত্যাগী ও যোগ্য কর্মীদের বাদ দিয়ে সুবিধাভোগীদের জায়গা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী চায়ের দোকানদার মুহাম্মাদ রহিম বলেন, দুপুরের দিকে ছাত্রদলের কর্মীরা কলেজের সামনে বিক্ষোভ করে। এসময় তারা কলেজের গেটের সামনে টায়ার জ্বালিয়ে নানারকম স্লোগান দেয় । একপর্যায়ে বিকালের দিকে কয়েকশ ছাত্রদলের নেতা-কর্মীরা জড়ো হয় বাহাদুর শাহ পার্কের সামনে। এসময় ককটেল বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এসময় স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আমি এ বিষয়ে এখনও কিছুই জানি না। আমি খোঁজ খবর নিয়ে দেখছি।
উল্লেখ্য, গত সোমবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কবি নজরুল সরকারি কলেজ শাখার ২৬ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব করা হয়েছে মাস্টার্সের শিক্ষার্থী নাজমুল হাসানকে।
তথ্যসূত্র:
১. কবি নজরুল কলেজে ছাত্রদলের ককটেল বিস্ফোরণ
– https://tinyurl.com/ead4tvvw