ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের পাশে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।
এই পাঁচ সাংবাদিক ফিলিস্তিনের আল–কুদস টুডে চ্যানেলে কাজ করতেন। নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে অবস্থিত আল–আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তারা। এ সময় তাদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।
২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার সকালে আল–জাজিরার সংবাদদাতা আনাস আল-শরিফ এ তথ্য জানান। হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা।
নিহত সাংবাদিকেরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল–লাদাহ, ফয়সাল আবু আল–কুমসান ও আয়মান আল–জাদি।
আল–জাজিরার আনাস আল–শরিফ জানান, নিহত আয়মান আল–জাদির স্ত্রী আল–আওদা হাসপাতালে তাদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী–সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন।
এর আগে এই মাসের শুরুতে এক সপ্তাহের ব্যবধানে ইসরায়েলের হামলায় চার ফিলিস্তিনি সাংবাদিকের নিহত হওয়ার নিন্দা করেছিল কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে মিডিয়ার বিরুদ্ধে হামলার জন্য বর্বর এই দেশটিকে জবাবদিহি করার আহ্বানও জানিয়েছিল সংস্থাটি।
সিপিজে’র তথ্য অনুসারে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রাসনে কমপক্ষে ১৪১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. LIVE: Israel kills five journalists in Gaza as babies freeze to death
– https://tinyurl.com/5ane6dj2
2.Israeli strike kills 5 journalists in Gaza, as aggression ensues
– https://tinyurl.com/4e95ckbc