ধর্ষণের হুমকি দিয়ে আন্দোলনকারী নারী শিক্ষার্থীর বাড়িতে চিরকুট

0
61

বগুড়ায় এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দি‌য়ে চিরকুট দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ওই শিক্ষার্থীর বাড়ির বারান্দায় তার ছোট ভাই এটি দেখতে পায়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

চিরকুটের লেখা হয়েছে, “ম্যাডাম। প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিল? একা কি একদিনও আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গী তো হবো আমরা, তৈরি থাকেন প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাওয়ার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

গণমাধ্যমের বরাতে জানা যায়, হুমকি পাওয়া ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি বগুড়ার শাজাহানপুরের বাসিন্দা। মেয়েটি নিজ বাড়ির বারান্দায় ওই চিরকুটটি পেয়ে গ্রুপে পোস্ট করেন বলে জানিয়েছেন। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারী সমন্বয়ক ছিলেন দুজন। কিন্তু সেই দুজনের কেউই এমন হুমকির শিকার হননি। তবে নিজের নাম পরিচয় গোপন রাখায় ঘটনাটি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সংগঠক নিয়তি সরকার নিতু গণমাধ্যমকে জানিয়েছে, আন্দোলনে অংশগ্রহণ করা এক শিক্ষার্থীর বাড়িতে কে বা কারা চিরকুট লিখে সম্মানহানীর ভয় দেখিয়েছে। ইতিপূর্বেই বগুড়ায় এক সহ-সমন্বয়ককে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বলা হয়েছে। একের পর এক এমন অপ্রীতিকর ঘটনায় আন্দোলনে অংশ নেওয়া সমন্বয়কদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে।

এর আগে গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে সদরের নওদাপাড়া এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবীব সায়েমকে দেয়াল লেখনী ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও’ দিয়ে মৃত্যুর হুমকি দেয় দুর্বৃত্তরা।


তথ্যসূত্র:
১. ধর্ষণের হুমকি দি‌য়ে নারী সমন্বয়কের বাড়িতে চিরকুট
– https://tinyurl.com/t67cr4t5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলকৃত জম্মু ও কাশ্মীরে নয় যুবককে গ্রেফতার করলো ভারতীয় বাহিনী
পরবর্তী নিবন্ধগুজরাটে দাড়ি থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হলো না মুসলিম শিক্ষার্থীকে