বর্বর ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত

0
12

২৬ ডিসেম্বর, বৃহস্পতিবার গাজা উপত্যকায় সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলায় তিন নারী ও দুই শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে মেডিকেল সূত্রে জানা গেছে।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দক্ষিণ গাজা শহরের সাবরা পাড়ায় একটি বাড়িতে বর্বর ইসরায়েলি হামলায় আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন নারী ও দুই শিশু রয়েছে বলেও জানান তিনি।

দক্ষিণ গাজা শহরের জেইতুন এলাকায়ও ইসরায়েলি আর্টিলারি হামলার খবর পাওয়া গেছে, তবে হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

অপর একটি সূত্র জানিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় আরেকটি বাড়িতে আঘাত হানলে আরও চার ফিলিস্তিনি নিহত এবং অন্যরা আহত হয়েছে । এছাড়াও দক্ষিণ গাজা উপত্যকার উত্তর রাফাহতে ইসরায়েলি ড্রোন হামলার পর দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, দখলদার ইসরায়েলি বাহিনী উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের বাইরে আরেকটি বিস্ফোরক-বোঝাই রোবটের বিস্ফোরণ ঘটালে একজন ফিলিস্তিনি নার্স আহত হন।

৭ অক্টোবর, ২০২৩-এর পর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে । এক বছরেরও বেশি সময় ধরে চলা এই আগ্রাসনে প্রায় ৪৫,৪০০ নিরীহ ফিলিস্তিনীকে হত্যা করেছে যাদের অধিকাংশই নারী ও শিশু।

গত মাসে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।


তথ্যসূত্র:
1. 3 women, 2 children among 14 Gazans killed in fresh Israeli strikes
– https://tinyurl.com/djff8jhk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসোমালিয়ায় মার্কিন হামলায় আশ-শাবাবের জ্যেষ্ঠ নেতার শাহাদাত বরণ
পরবর্তী নিবন্ধ‘জালিয়াতি ও জবরদস্তি’ করে ১৫০০ একর জমির মালিক আওয়মী লীগ নেতা