সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু

0
21

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মো. মারুফ মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফ মিয়া উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

বিজিবি গণমাধ্যমকে জানিয়েছে, দুপুরে মারুফসহ আরও কয়েকজন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের সুপারিবাগান এলাকায় যায়। তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া মারুফকে গুলি করে। এসময় তার সঙ্গে থাকা অন্য যুবকরা আহত অবস্থায় মারুফকে দেশে নিয়ে আসে। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।


তথ্যসূত্র:
১. সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি কিশোরের মৃত্যু
– https://tinyurl.com/mry7vayu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘জালিয়াতি ও জবরদস্তি’ করে ১৫০০ একর জমির মালিক আওয়মী লীগ নেতা
পরবর্তী নিবন্ধচাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডার