২৭ ডিসেম্বর, শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কামাল আদওয়ান হাসপাতালের কাছে বর্বর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
বার্তাসংস্থাটি বলছে, উত্তর গাজা উপত্যকায় কামাল আদওয়ান হাসপাতালের সদর দপ্তরের বিপরীতে একটি ভবনে বৃহস্পতিবার বর্বর ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন চিকিৎসা কর্মীও রয়েছেন।
হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়া এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বোমা হামলার পর বেইত লাহিয়া প্রজেক্ট এলাকায় কামাল আদওয়ান হাসপাতালের পাশে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আমাদের তিনজন মেডিকেল স্টাফসহ প্রায় ৫০ জন শহীদ হয়েছেন।
আবু সাফিয়া বলেন, হামলার শিকার চিকিৎসা কর্মীরা ওই ভবনে তাদের পরিবার নিয়ে থাকতেন। তিনি নিহত কর্মীদের শনাক্ত করেছেন। যাদের একজন আহমেদ সামুর, তিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং ফারেস নামে এক ব্যক্তিও রয়েছেন যিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ।
এছাড়া গাজা শহরের একটি বাড়িতে রাতভর ইসরায়েলি হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা। সেখানে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।
গত প্রায় ১৫ মাস ধরে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে সন্ত্রাসী ইসরায়েল। এই আগ্রাসনে এখন পর্যন্ত প্রায় ৪৬ হাজার নিরীহ ও নিরস্ত্র ফিলিস্তিনি নিহত এবং আরও লক্ষাধিক আহত হয়েছেন।
তথ্যসূত্র:
1. LIVE: Israel bombs Yemen, kills 50 people near northern Gaza hospital
– https://tinyurl.com/2tuaj66f
2. 50 Palestinians killed in Israeli strike near Kamal Adwan Hospital in Gaza
– https://tinyurl.com/a67f7fz2