উত্তরবঙ্গে কম্বল বিতরণ করতে ০৬ দিনে ২৮ বার হেলিকপ্টার ব্যবহার উপদেষ্টা আসিফ মাহমুদের

0
202

উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণের লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হেলিকপ্টার ব্যবহারের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

তার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উত্তরবঙ্গ সফরকালের পুরো সময়ের বিবরণী প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে দেখা যায়, ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন।

এই সফর কোথায় কত সময় সময় অবস্থান করবেন তার বিস্তারিত বিবরণ উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দেখা যায়, পুরো সফরকালে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করার জন্য হেলিকপ্টার ব্যবহার করার কথা উল্লেখ করা হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে সফরকালীন ০৬ দিনে মোট ২৮ বার হেলিকপ্টার ব্যবহারের কথা উল্লেখ করা হয়। এমনকি ০৯ কিলোমিটার রাস্তা অতিক্রম করা জন্য দুইবার হেলিকপ্টার ব্যবহার করা হয়।

গত ২৬ ডিসেম্বর সচিবালয়ে আগুন লাগার ঘটনার পর সফর শেষ করে ঢাকায় ফিরে আসেন পল্লি উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, কম্বল বিতরণের মতো সামান্য কাজে হেলিকপ্টার ব্যবহার নিশ্চিতভাবেই রাষ্ট্রীয় সম্পদের অপচয়। তারা আরও দাবী করে, স্থানীয় দায়িত্বশীলদের দিয়ে কম্বল বিতরণের কাজ করা যেত।

এই বিষয়ে আসিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, প্রাথমিক পরিকল্পনায় সড়কপথে ভ্রমণ করলে ৬ দিনে মাত্র ১০টি উপজেলায় সফর করা সম্ভব হতো। কিন্তু উপদেষ্টা মহোদয় কম সময়ের মধ্যে বেশি সংখ্যক উপজেলার জনগণের মতামত শুনতে চেয়েছেন। তাই ২২টি উপজেলা ভ্রমণের লক্ষ্যে সময় ও কার্যকারিতা বিবেচনায় হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেয়া হয়। মন্ত্রণালয়ের বাজেটের মধ্যে সর্বনিম্ন খরচে হেলিকপ্টার হায়ার করা হয়।


তথ্যসূত্র:
১. সফরে হেলিকপ্টার ব্যবহারে সমালোচনার জবাব দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
– https://tinyurl.com/mvuehhw
২. https://tinyurl.com/mrxatmxm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমুহুরী নদীতে সেচ পাম্প বসাতে বিএসএফের বাধা
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতা পেল সরকারি অনুদান