পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে দেশটির সামরিক বাহিনী ও মুজাহিদদের মধ্যে তীব্র লড়াইয়ের ঘটনা ঘটেছে। এতে সামরিক বাহিনীর অন্তত ১১ সৈন্য নিহত ও ১৬ সৈন্য আহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার, উত্তর ওয়াজিরিস্তানের মির-আলী জেলায় আগ্রসন চালায় পশ্চিমা মদদপুষ্ট পাকিস্তান সামরিক বাহিনী। তখন স্থানীয় সশস্ত্র প্রতিরোধ বাহিনী “হাফিজ গুল বাহাদুর” এর মুজাহিদিনরা সেনাবাহিনীর উপর ভারী পাল্টা আক্রমণ চালান এবং সামরিক অভিযানটি প্রতিহত করেন। এসময় মুজাহিদদের পাল্টা আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীর একজন মেজর পদমর্যাদার অফিসার (ওয়াক্কাস) সহ ১১ সেনা সদস্য নিহত হয়। অভিযানে আহত হয় আরও কয়েকজন অফিসার সহ অন্তত ১৬ পাকিস্তান সেনা সদস্য।
এই অভিযানে মুজাহিদদের একাধিক বোমা বিস্ফোরণে সামরিক বাহিনীর বেশ কয়েকটি সামরিক গাড়িও ধ্বংস হয়। সেই সাথে অনেক সামরিক সরঞ্জাম ও গোলাবারুদও ধ্বংস হয়।
উল্লেখ্য যে, মুজাহিদদের তীব্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার পাকিস্তানি সৈন্যরা প্রতিশোধ নিতে উক্ত এলাকার বেসামরিক লোকদের বাড়িতে মর্টার হামলা চালায়, যাতে কয়েকজন লোক আহত হন।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/yn5rreyk