ফেনীতে একটি বাসার সোফার নিচ থেকে মাসুদা বেগম (৬০) নামের এক গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ফারুকের ফলেশ্বর এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদা বেগম উপজেলার ধর্মপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি প্রায় একযুগ ধরে ওই বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা মরদেহ উদ্ধারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
তথ্যসূত্র:
১.সাবেক কমিশনারের বাড়ি থেকে গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
-https://tinyurl.com/3ans3723