২৭ ডিসেম্বর, শুক্রবার গাজায় তীব্র ঠাণ্ডায় জমে আরো এক শিশু মারা গেছে । শুক্রবার গাজার মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডিল ইস্ট মনিটর। তীব্র ঠাণ্ডার কারনে গাজায় এ নিয়ে মোট চারটি শিশুর মৃত্যু হয়েছে।
গাজায় গত ১৪ মাস ধরে ইসরায়েলের সামরিক আগ্রাসন ও নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। সেই সঙ্গে শীতের মধ্যে সম্প্রতি নতুন করে অবরোধ আরোপ করেছে ইসরায়েলের । গত কয়েক সপ্তাহ ধরে খাদ্য, পানি ও জীবনরক্ষাকারী ওষুধ এমনকি শীত ঠেকাতে প্রয়োজনীয় সামগ্রী কোনো কিছুই প্রবেশ করতে দেয়া হচ্ছে না।
শীত ঠেকাতে প্রয়োজনীয় সামগ্রীর অভাবে প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছে উদ্বাস্তু গাজাবাসী। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। আল জাজিরার প্রতিবেদন মতে, এর আগে গত কয়েকদিনে গাজার দক্ষিণ অঞ্চলে আল মাওয়ামি শরণার্থী শিবিরে হাইপোথার্মিয়ায় তিন ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে।
গাজার খান ইউনুসের নাসের হাসপাতালের শিশু বিভাগের প্রধান আহমেদ আল ফারা জানিয়েছেন, এই তিন শিশুর একটির বয়স মাত্র তিন দিন। অপর দুটির বয়স যথাক্রমে তিন সপ্তাহ ও এক মাস। তিনি আরও জানান, তারা সুস্বাস্থ্যের অধিকারী ছিল এবং স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছিল। কিন্তু তাঁবুতে প্রচণ্ড ঠান্ডার কারণে তাদের মৃত্যু হয়েছে।
মৃত শিশুদের মধ্যে একজনের মান সিলা। সিলার বাবা মাহমুদ আল-ফাসিহ জানান, পরিবারটি আল-মাওয়াসি শিবিরে একটি তাঁবুতে খারাপ পরিস্থিতিতে বাস করছিল। এটি গাজার ভূমি ও বালুর টিলার একটি এলাকা, যা খান ইউনিসের উপকূলের কাছে অবস্থিত।
আল-মাওয়াসিকে ‘নিরাপদ এলাকা’ হিসেবে চিহ্নিত করা হলেও গত ১৪ মাসে ইসরায়েলি হামলায় এটি বারবার আক্রান্ত হয়েছে। আল-ফাসিহ আলজাজিরাকে বলেন, ‘আমরা বালুর ওপর ঘুমাই। আমাদের কাছে যথেষ্ট কম্বল নেই এবং তাঁবুর ভেতরে প্রচন্ড ঠাণ্ডা অনুভব করি। আমাদের অবস্থা একমাত্র আল্লাহ জানেন। আমাদের পরিস্থিতি খুবই কঠিন।’
প্রতিবেদন থেকে জানা যায়, তাঁবুটি বাতাস থেকে সুরক্ষিত ছিল না এবং মাটি ছিল ঠাণ্ডা। রাতে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। শিশুটি রাতে তিনবার কান্না করে জেগে উঠেছিল।
সকালে তার মা-বাবা তাকে নিথর অবস্থায় দেখতে পান। শরীর শক্ত হয়ে কাঠের মতো হয়ে গিয়েছিল বলে জানান আল-ফাসিহ। পরে তিনি শিশুটিকে নাসের হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ বলেন, ‘শিশুটি তীব্র ঠাণ্ডায় জমে মারা গেছে।’
তথ্যসূত্র:
1. Fourth baby freezes to death in Gaza amid Israel’s genocidal war
– https://tinyurl.com/yuphz7w3
2.Three babies freeze to death in Gaza refugee camp amid Israeli blockade
– https://tinyurl.com/4e55hxu5