শরীরে গুলি নিয়ে ঘুরছে ৩ বছরের শিশু রাফসান

0
64

রাজধানীর কদমতলী থানার পাশে ভাড়া বাসায় স্বামী ও তিন বছরের সন্তান রাফসানকে নিয়ে থাকেন রহিমা। জুলাই আন্দোলনে ঘরে থাকা অবস্থায় হাতে গুলি লাগে রাফসানের। বয়স কম হওয়ায় হাতের গুলি বের করা এখনো সম্ভব হয়নি।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর পল্টন এলাকায় ফারস হোটেলে আহতদের নিয়ে জামায়াতে ইসলামীর ‘প্রেরণার গণঅভ্যুত্থান’ শীর্ষক অনুষ্ঠানে আহতরা কেউ স্ট্রেচারে, কেউ লাঠিতে ভর দিয়ে, কেউ খুঁড়িয়ে কেউ বা চোখে কালো চশমা পরে উপস্থিত হন। এ অনুষ্ঠানে যোগ দেয় রাফসানও।

সেদিনের ঘটনা বর্ণনা করে রহিমা গণমাধ্যমকে বলেন, ‘আমি বাচ্চা নিয়ে বাসায় ছিলাম। সেদিন অনেক ঝামেলা ছিল। গ্যাঞ্জাম লাগলে ওপরের তলায় বাড়িওয়ালার বাসায় যাই। রাফসান ঘুমিয়ে গেলে তারে নিয়ে নিজের বাসায় নিচতলায় আসি। এর মধ্যে হঠাৎ করেই অনেক গুলি ছোড়া হয়। জানালা ভেঙে গুলি এসে লাগে রাফসানের গায়ে। এরপর সবাই নেমে আসে। বাচ্চাকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে থাকি।’

সর্বশেষ অরোরা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জানান, শিশু হওয়ায় এখন তার সার্জারি করা যাবে না। তার শরীরে পর্যাপ্ত রক্ত নেই। সার্জারি করা এখন সম্ভব হবে না। তার বয়স ছয় বছর হলে বুলেট বের করা যাবে।


তথ্যসূত্র:
১. শরীরে গুলি নিয়ে ঘুরছে ৩ বছরের শিশু রাফসান
– https://tinyurl.com/5sujme47

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ডয়চে ভেলের বিরুদ্ধে ইসরায়েলপন্থী পক্ষপাতিত্বের অভিযোগ নিজ কর্মীদের
পরবর্তী নিবন্ধসিরিয়ার সদ্যনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সাথে তালেবান পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ