সিরিয়ার সদ্যনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানি হাফিযাহুল্লাহ’র সাথে ফোনালাপ করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি হাফিযাহুল্লাহ। উক্ত ফোনালাপে সিরিয়ার সাম্প্রতিক বিজয়ে অভিনন্দন জানান মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ। পাশাপাশি তিনি নবগঠিত সরকারের প্রতি শুভকামনা জ্ঞাপন করেন। তিনি সদ্য নিয়োগপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীকে সাধুবাদ জানান, তার অধীনে একটি ফলপ্রসূ মেয়াদ অতিবাহিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সাম্প্রতিক বিজয়ের পর সাধারণ ক্ষমা ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সিরিয়ার নবগঠিত সরকার। ফোনালাপে এই প্রতিশ্রুতির প্রশংসা করেছেন মৌলভী মুত্তাকি হাফিযাহুল্লাহ। পাশাপাশি উভয় দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার বর্তমান অবস্থার গভীর উপলব্ধি প্রকাশ করতে গিয়ে তিনি আফগানবাসীর দীর্ঘ দুঃখ-দুর্দশার ইতিহাস স্মৃতিচারণ করেন।
জবাবে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তালেবান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন যে, দখলদারিত্বের বিরুদ্ধে আফগানবাসীর ২ দশকের সংগ্রামে মূল্যবান শিক্ষা রয়েছে। তিনি আসাদ প্রশাসনের অধীনে সিরিয়াবাসীর প্রায় ৫০ বছরের দুঃখ-দুর্দশার দিক তুলে ধরেন।
এছাড়া দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভবিষ্যতে উভয় দেশের প্রতিনিধিবর্গদের নিয়ে বৈঠক আয়োজন করতে তিনি আগ্রহ ব্যক্ত করেন।
তথ্যসূত্র:
1. Foreign Minister engages in phone conversation with Syrian Foreign Minister
– https://tinyurl.com/3vuf3975