ময়মনসিংহে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় আওয়ামী লীগ নেতা ও আলোচিত সাবেক কাউন্সিলর আসাদুজ্জামান জামালকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সদরের চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার হয় আরও সাতজন।
গ্রেফতার আসাদুজ্জামান জামাল ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে, রাতে চর ঈশ্বরদিয়া শিমুলতলী মোড় এলাকার আলাল সরদারের বসতবাড়ির ভেতরে আসাদুজ্জামান জামালসহ কয়েকজন টাকা দিয়ে জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ তথ্য জানতে পেরে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে সহ আরও সাতজনকে গ্রেফতার করে। শনিবার জামালকে বিস্ফোরক মামলায় ও বাকিদের অন্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এর আগেও ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৪টার দিকে সদরের শম্ভুগঞ্জের চর ঈশ্বরদিয়া ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান জামালকে গ্রেফতার করেছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে জামালের বৈঠকখানা তল্লাশি করে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তখন জামাল স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী ছিল।
তথ্যসূত্র:
১.জুয়া খেলার সময় গ্রেফতার আওয়ামী লীগ নেতা
– https://tinyurl.com/2zu455tk