ইমারতে ইসলামিয়া আফগানিস্তান গাজায় দখলদার ইসরায়েল কর্তৃক কামাল আদওয়ান বেসামরিক হাসপাতালের ওপর চালানো আক্রমণের কঠোর নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে, ইমারতে ইসলামিয়া কর্তৃপক্ষ বলেছে, ইসরায়েলি হামলার মধ্যে হাসপাতালটি ধ্বংস করা, চিকিৎসা সেবা বন্ধ করা, রোগীদের হাসপাতাল থেকে বের করে দেয়া এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মর্যাদার লঙ্ঘন অন্তর্ভুক্ত রয়েছে।
গত ২৮ ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম বখতার নিউজ এজেন্সি। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ১৪ মাস ধরে ইসরায়েলি শাসনের অব্যাহত স্থল, আকাশ এবং সাগর পথে হামলার ফলে এই এলাকা প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোও বিশেষভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, দখলদার শাসকরা ইচ্ছাকৃতভাবে গাজার সীমিত স্বাস্থ্যসেবা সুবিধাগুলো ধ্বংস করছে, যা হাজার হাজার নিরপরাধ মানুষের জীবনকে আরও বিপদগ্রস্ত করছে। এছাড়াও বিশ্বব্যাপী প্রভাবশালী দেশগুলোর নীরবতাও গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার কারণে, দখলদার শাসকগোষ্ঠী অব্যাহতভাবে মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধের আইন লঙ্ঘন করে চলেছে, যার ফলে তীব্র মানবিক সংকট তৈরি হচ্ছে।
বিবৃতিতে আফগানিস্তান বিশ্বের সকল প্রভাবশালী দেশ এবং আঞ্চলিক শক্তিধর দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, তারা যেন এই বর্বরতা বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করে এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তান বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ফিলিস্তিনি জনগণের মুক্তি ও তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, বিশ্বের শক্তিশালী দেশগুলোকে নিজেদের নৈতিক দায়িত্ব পালন করতে হবে। এবং একযোগে ইসরায়েলি বর্বর আক্রমণগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরী।
তথ্যসূত্র:
1. Islamic Emirate Condemns Zionist Strike on Gaza’s Civilian Hospital
– https://tinyurl.com/yktbp2ev