জোরপূর্বক জমি দখল করে নিজস্ব ইট ভাটায় ব্যবহার করছে বিএনপি নেতা; বাড়ি ছাড়া ভুক্তভোগী

0
31

আলিফা খাতুনের (২৫) সম্বল তার মায়ের দেওয়া সাড়ে ৮ শতক বসতবাড়ি। কিন্তু সেই বাড়ির প্রায় ৪ শতক জায়গা দখল করে ইটভাটার খোলা বানানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে সেই খোলায় সাজিয়ে রাখা হয়েছে কাচা ইট। ফলে স্বামী ও দুই শিশু সন্তান নিয়ে বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন আলিফা।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সরাই হাজিপুর গ্রামে। এ ঘটনায় প্রতিকার পেতে ১৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) ও থানায় অভিযোগ করেন আলিফা খাতুন।

ইটভাটা মালিক সমিতির সভাপতি ও চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ খানের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়।

গণমাধ্যমের বরাতে জানা যায়, আলিফা খাতুন তার মায়ের দানপত্র দলিল মূল্যে পাওয়া ওই বাড়িতে স্বামী ও দুই শিশু সন্তান নিয়ে বসবাস করতেন। কিন্তু সম্প্রতি বাড়ির পাশে থাকা সান ব্রিকস নামের ইটভাটার মালিক আবু হানিফ বাড়িতে লাগানো ২০-২৫টি বনজ ও ফলজ গাছ কেটে নেয়। এতে আলিফা খাতুনের প্রায় দুই লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়।

ওই অভিযোগে আরও বলা হয়, গাছগুলো কাটার পর মাটি কাটার যন্ত্র (এস্কেভেটর) দিয়ে বাড়ির জায়গা সমতল করে জোরপূর্বক ভাটার খোলা বানায় আবু হানিফ খান। এসব কাজে বাধা দিতে গেলে হানিফ ও তার লোকজন গালমন্দ করে হুমকি দেয়।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, আবু হানিফ একজন বিএনপি নেতা। সে অবৈধভাবে ওই ভাটা পরিচালনা করছেন। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর সে উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতিও হয় শুধু তাই নয়, সে অবৈধভাবে সান ব্রিকস নামে ইটভাটা তৈরি করছে। ওই ভাটার কোনো অনুমতি নেই। শুধুমাত্র ইউনিয়ন পরিষদের ট্রেড লাইসেন্স দিয়ে চলছে ভাটা। তবুও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।


তথ্যসূত্র:
১. বিএনপি নেতার দখলে অন্যের বাড়ির জায়গা, ব্যবহার হচ্ছে ইটভাটায়
– https://tinyurl.com/327p4c7u

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকয়েকজন ব্যক্তি পুরো পাকিস্তানকে জিম্মি করে রেখেছে: আফগান তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধলিভ টুগেদার নরমালাইজেশনের অপচেষ্টা; প্রকাশ্যে ক্ষমা চাইতে অভিনেত্রীকে লিগ্যাল নোটিশ