গাজাজুড়ে হামলায় নিহত ৩৬, আদওয়ান হাসপাতালের পরিচালককে আটক

0
33

গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চলছেই। ইসরায়েলি বাহিনী ২৮ ডিসেম্বর, শনিবার গাজাজুড়ে হামলা চালিয়ে কমপক্ষে ৩৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে, এর মধ্যে বেশিরভাগই ছিটমহলের অবরুদ্ধ উত্তরাঞ্চলে ঘটেছে। ওয়াফা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা এ খবর প্রকাশ করেছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও) কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানের সময় হাসপাতালটির পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াসহ আটক রোগী ও চিকিৎসা কর্মীদের ভাগ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে আটকের আগে দখলদার বাহিনী তাকে বেধড়ক মারধর করে।
সাধারণ ফিলিস্তিনি এবং হাসপাতালের কর্মীরা সোশ্যাল মিডিয়ায় ডক্টর আবু সাফিয়াকে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছে। তাদের মধ্যে অনেকে ডাক্তারের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে সাদা কোট পরে একটি ইসরায়েলি ট্যাঙ্কের দিকে হাঁটছেন ডা. হুশাম।

উত্তর গাজা থেকে পশ্চিম জেরুজালেমে দুটি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করার পর ইসরায়েলি সামরিক বাহিনী বেইত হানুনের জন্য একটি নতুন জোরপূর্বক বাস্তুচ্যুতি বিজ্ঞপ্তি জারি করেছে। শনিবার জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অন্য এলাকায় পাড়ি দেয়। অনেকের কাছে কিছু জিনিসপত্র ছিল এবং তারা পায়ে হেঁটে যাতায়াত করছিলেন। এদিকে অবরুদ্ধ উত্তর গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ আবারও চলে যেতে বাধ্য হচ্ছে।

ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, উত্তর গাজা শহরের একটি বাড়িতে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে এবং মহিলা ও শিশুসহ আরও অনেকে আহত হয়েছে। সংস্থাটি বলেছে, লক্ষ্যবস্তু ভবনটি খাদির পরিবারের অন্তর্গত এবং এটি আল নাফাক স্ট্রিটে অবস্থিত।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ হাজার ৪৮৪ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ আট হাজার ৯০ জন আহত হয়েছে।


তথ্যসূত্র:
1. LIVE: Israel kills 36 in Gaza; Kamal Adwan director’s whereabouts unknown
– https://tinyurl.com/ykfz2r4n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজঙ্গিনাটক: বিনাবিচারে ৬ বছর জেলে মানারাতের দুই ছাত্রী
পরবর্তী নিবন্ধগাজার হাসপাতাল থেকে ২৪০ জনকে ধরে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী