উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালের রোগী ও চিকিৎসক সহ অন্তত ২৪০ জনকে আটক করে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আটকদের মধ্যে হাসপাতালের পরিচালক ও কর্মীরাও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি হিনীর বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় সময় ২৮ ডিসেম্বর, শুক্রবার ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী এই অভিযান চালায়।
কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সুফিয়া আটকের বিষয়ে উদ্বেগ জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পাওয়া কয়েকজন জানিয়েছেন, ইসরায়েলি সেনারা সুফিয়াকে মারধর করেছে।
গত বৃহস্পতিবার কামাল আদওয়ান হাসপাতালের সদরদপ্তরের পাশে ইসরায়েলি হামলায় অন্তত ৫০ জন নিহত হয়। হামলার শিকার ভবনটিতে হাসপাতালের মেডিকেল স্টাফ ও অন্য কর্মীরা তাদের পরিবার নিয়ে থাকতেন।
ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পর ফিলিস্তিনের উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতাল এখন ‘ফাঁকা’। হাসপাতালটির ১৫ জন মুমূর্ষু রোগী, ৫০ জন সেবাদানকারী ও ২০ জন স্বাস্থ্যকর্মীকে শুক্রবার ইন্দোনেশিয়া হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। ওই আগ্রাসনের পর উত্তর গাজার আংশিক সচল সর্বশেষ এই হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে দখলদার ইসরায়েল। এ কারণে উত্তর গাজার স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে।
পরিকল্পিতভাবে স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করে ফেলা এবং উত্তর গাজায় ৮০ দিনেরও বেশি সময় ধরে চলা অবরোধ এই অঞ্চলে থাকা ৭৫ হাজার অবশিষ্ট ফিলিস্তিনির জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। এখন আশ্রয়কেন্দ্রগুলোতেও হামলা চালাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলি বাহিনীর টানা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে সাড়ে ৪৫ হাজার ফিলিস্তিনি এবং আহত হয়েছে ১ লাখের বেশি মানুষ। এ ছাড়া গাজার ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
তথ্যসূত্র:
1. Israel detains 240 Palestinians including medics after Gaza hospital raid
– https://tinyurl.com/bdzm9kae
2.Director of one of last functioning hospitals in northern Gaza detained in Israeli military raid
– https://tinyurl.com/j7hh4kjz