ইমারতে ইসলামিয়ার কেন্দ্রীয় ব্যাংক (ডা আফগানিস্তান ব্যাংক) এর উপগভর্নর সেদিকুল্লাহ খালিদ হাফিযাহুল্লাহ একটি প্রশিক্ষণ কর্মশালায় ঘোষণা করেছেন যে, ব্যাংকটি ব্যাংকিং খাতে সুদভিত্তিক লেনদেন সম্পূর্ণরূপে বাদ দিয়েছে এবং এখন একটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
গত ২৯ ডিসেম্বর আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক (ডা আফগানিস্তান ব্যাংক) এবং তুর্কি অংশীদারি ব্যাংক ইউনিয়নের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালাটির উদ্দেশ্য ছিল আফগানিস্তান কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি করা। কর্মশালায় ইসলামি ব্যাংকিংয়ের মূলনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা, শরীয়াহ-মেনে আর্থিক পণ্য এবং অন্যান্য সম্পর্কিত বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালাটি উদ্বোধন করেন সেদিকুল্লাহ খালিদ হাফিযাহুল্লাহ। তিনি ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির জন্য ইসলামি ব্যাংকিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমানে ডা আফগানিস্তান ব্যাংকের সকল লেনদেন হানাফি ফিকহ অনুসারে সুদমুক্তভাবে সম্পাদিত হচ্ছে। এটি আমাদের ব্যাংকিং ব্যবস্থাকে ইসলামি ব্যবস্থায় পরিণত করার পথে দৃঢ় অঙ্গীকারকে প্রতিফলিত করছে।
তিনি আরও বলেন, ব্যাংকিং খাতে পূর্ণ ইসলামি ব্যবস্থায় রূপান্তর একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, যার জন্য ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা প্রয়োজন। তুর্কি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই পরিবর্তনটি বাস্তবায়ন করার উপর তিনি জোর দেন।
এছাড়াও, তিনি তুর্কি অংশীদারি ব্যাংকগুলোর ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ সভা করেছেন। সেখানে তিনি ইসলামি ব্যাংকিংয়ের বিকাশে তাদের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ডা আফগানিস্তান ব্যাংক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হয়ে আফগানিস্তানে ইসলামি ব্যাংকিং আরও উন্নত করার লক্ষ্যে কাজ করছে।
তথ্যসূত্র:
1. Interest-Based Transactions Eliminated in Banking Sector: DAB
– https://tinyurl.com/2j5aesfa