গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের কাছে চাঁদা না পেয়ে টিসিবি ডিলারের প্রতিনিধি পারভেজ হোসেনকে (৩২) মারধরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয় ইউনিয়ন পরিষদের গোডাউনে তালা ঝুলে দিয়েছে ওই নেতা। রোববার (২৯ ডিসেম্বর ) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, টিসিবির আওতায় উপজেলার সাপমারা ইউনিয়নে নিম্ন আয়ের ১ হাজার ৬০০টি পরিবারের তালিকা করা হয়। তালিকায় অনুযায়ী গত বুধবার টিসিবির ডিলার কামাল হোসেন পণ্য উত্তোলন করে সাপমারা ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। বুধ ও বৃহস্পতিবার পণ্য বিক্রি করে দেড় শতাধিক কার্ডধারীর পণ্য অবিক্রিত থাকে। দুদিন সরকারি ছুটিতে পণ্য বিক্রি বন্ধ থাকায় রোববার (২৯ ডিসেম্বর ) সকাল থেকে অবিক্রিত দেড় শতাধিক কার্ডের পণ্য বিক্রি করে ডিলার।
অভিযোগ উঠেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি আজহারুল ইসলাম ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুর নেতৃত্বে কয়েকজন যুবক ডিলার কামাল হোসেনের প্রতিনিধি পারভেজ হোসেনেরে কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পারভেজকে মারধর করা হয়। শুধু তাই নয় তাকে গোডাউনে আটকে রাখা হয়। পরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা দরবার করে তাকে ছাড়িয়ে নেয়। কিন্তু পরিষদের গোডাউন ঘরে বিএনপি নেতার তালা ঝুলে রয়েছে।
ইউপি চেয়ারম্যান আবু তালেব গণমাধ্যমকে জানিয়েছে, এর আগেও এমন ঘটনা ঘটেছে। ইউনিয়ন বিএনপি নেতাদের ভয়ে কেউ কথা বলার সাহস পান না।
ভুক্তভোগী পারভেজ গণমাধ্যমকে জানিয়েছে, তাকে দুবার মারধর করা হয়েছে। সেইসঙ্গে তাকে গোডাউন ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছিল।
তথ্যসূত্র:
১.চাঁদা না পেয়ে টিসিবি ডিলারের প্রতিনিধিকে মারধর, গোডাউনে বিএনপি নেতার তালা
-https://tinyurl.com/ykvfpb2n