ইসরায়েলি বর্বরতায় নিহত আরও ৩০ ফিলিস্তিনি, শীতের তীব্রতায় বিপর্যস্ত জীবন

0
74

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলায় মানবিক সংকট চরম আকার ধারণ করেছে। বিশেষ করে শীতের তীব্রতা ও হাসপাতালে হামলার ঘটনায় গাজার জনগণের কষ্ট কয়েক গুন বেড়ে গেছে। ২৯ ডিসেম্বর, রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৫ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে।

২৯ ডিসেম্বর, রবিবার ইসরায়েলি বাহিনী গাজার দুটি হাসপাতালে হামলা চালায়। গাজা সিটির আল-ওয়াফা হাসপাতালে হামলায় সাতজন নিহত হন যেখানে চিকিৎসা নিচ্ছিলেন অসংখ্য আহত মানুষ।পাশের আহলি হাসপাতালেও বোমাবর্ষণ করা হয়। সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে বেসামরিক মানুষের নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

এই পরিস্থিতিতে মানবিক সহায়তার অভাব এবং চলমান শীতকালীন ঠাণ্ডা পরিস্থিতি গাজাবাসীর দুর্দশাকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয় সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, প্রচণ্ড ঠাণ্ডার কারণে ইতোমধ্যে আরও এক নবজাতকের মৃত্যু হয়েছে, যার ফলে এই শীত মৌসুমে মৃত শিশুর সংখ্যা পাঁচে পৌঁছেছে।

শুধু তাই নয়, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। তারা হাসপাতালে আগুন ধরিয়ে দিয়ে সব কিছু জ্বালিয়ে দিয়েছে । এই ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ এবং তীব্র নিন্দার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য , ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় ৪৫,৫১৪ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৮,১৮৯ জন আহত হয়েছেন।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।


তথ্যসূত্র:
1. Israel’s genocide in Gaza: 30 Palestinians killed in 24 hours
– https://tinyurl.com/499vcpw9
2. Updates: Israel kills 30 Palestinians, continues siege of north Gaza
– https://tinyurl.com/ykfz2r4n

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচাঁদা না পেয়ে টিসিবি ডিলারের প্রতিনিধিকে মারধর, গোডাউনে বিএনপি নেতার তালা
পরবর্তী নিবন্ধসিরিয়ার রাজধানীতে বিমান হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল