বাংলাদেশে অনু্প্রবেশকালে গ্রেফতার ভারতীয় নাগরিক

0
96

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদশে অনুপ্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার জাফলংয়ের নতুন সংগ্রাম পুঞ্জি নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই ভারতীয় নাগরিক ভারতের শিলংয়ের পানিয়াসাল থানার লাপালং গ্রামের জুবেন সুটিংয়ের ছেলে ডাব্বর লাং (২৬)।

গণমাধ্যমকে বিজিবি জানিয়েছে, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২ /৬-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের ভেতর নতুন সংগ্রাম পুঞ্জি নামক স্থানে ডাব্বর লাং অনুপ্রবেশ করে। স্থানীয় জনসাধারণের সহায়তায় বিজিবির টহলদল তাকে আটক করে।


তথ্যসূত্র:
১. গোয়াইনঘাট সীমান্ত থেকে ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/57bkh6uc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাবিতে শেখ হাসিনার প্রতিকৃতিতে গণজুতা নিক্ষেপ
পরবর্তী নিবন্ধকমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে আকস্মিক চলল অশ্লীল ভিডিও, ক্ষুব্ধ হয়ে ডিসপ্লে ভাঙচুর!