শব্দদূষণের অজুহাতে মসজিদের লাউডস্পিকার খুলে ফেলল ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন

0
42

আবারো বিতর্কে যোগী আদিত্যনাথের পুলিশ। ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের লাউডস্পিকার সরিয়ে নেওয়া হল। এই ঘটনায় বিতর্ক চরম আকার ধারণ করেছে ।

২৮ ডিসেম্বর, শনিবার ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফিরোজাবাদ জেলায় শব্দদূষণের অজুহাত দেখিয়ে বিভিন্ন মসজিদে অভিযান চালিছে উগ্র হিন্দুত্ববাদী নেতা যোগী আদিত্যনাথের পুলিশ। এসব অভিযানে অনেক মসজিদের মাইক জোরপূর্বক খুলে ফেলা হয়। আলেমরা উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শব্দ সীমা মেনে চলা সত্ত্বেও স্থানীয় উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন জোর করে মসজিদের মাইক খুলে ফেলেছে।

পুলিশের তরফে এই ঘটনাকে শব্দদূষণের বিরুদ্ধে পদক্ষেপ বলে দাবি করা হলেও, মূলত যোগী আদিত্যনাথের কট্টর হিন্দুত্ব নীতির জেরেই বেছে বেছে মসজিদগুলোকে নিশানা করা হচ্ছে। সম্প্রতি সম্ভলের ঘটনায় পর এই ঘটনা আরও বেড়েছে।

উল্লেখ্য, গত নভেম্বর মাসে সম্ভলের শাহী জামে মসজিদ নিয়ে একটি মামলার প্রেক্ষিতে এই মসজিদে সমীক্ষার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের নিম্ন আদালত। মামলাকারীর দাবি ছিল, অতীতে ওই এলাকায় ছিল হরিহর মন্দির। মুঘল আমলে নাকি তা ভেঙে মসজিদ তৈরি হয়। আদালতের নির্দেশ মতো সমীক্ষার কাজ চলাকালীন মসজিদ সংলগ্ন এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। উগ্র হিন্দুত্ববাদী পুলিশের সঙ্গে সংঘর্ষে একাধিক জনের মৃত্যু হয়। এরপর থেকে উত্তরপ্রদেশের একাধিক জেলায় মসজিদে মাইক ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী প্রশাসন।


তথ্যসূত্র:
1. Police remove loudspeakers from mosque after noise complaints in UP’s Firozabad
– https://tinyurl.com/yc5vk5tc
2. UP Police Remove Loud Speakers From Mosques
– https://tinyurl.com/mpebwr74

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅক্টোবর থেকে এ পর্যন্ত উত্তর গাজায় ৪০ দখলদার ইসরায়েলি সেনা নিহত
পরবর্তী নিবন্ধফেনী বড় মসজিদের স্ক্রিনে ভেসে উঠল “আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা”