হালকা ও ভারী ১০০টি অকেজো অস্ত্র মেরামত করেছে ইমারতে ইসলামিয়া

1
141

ইমারতে ইসলামিয়া প্রশাসন প্রতিনিয়ত সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে। এরই ধারাবাহিকতায় এবার যুদ্ধে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ১০০টি অস্ত্র মেরামত করেছে।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ৩০ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, ২০৫ আল-বদর সেনা কর্পসের প্রযুক্তিগত দল গত দুই মাসে ১০০টি অকেজো হালকা ও ভারী অস্ত্র মেরামত করেছে। এই অস্ত্রগুলো এখন ব্যবহারের জন্য পুরোপুরি প্রস্তুত।

উল্লেখ্য যে, মার্কিন যুক্তরাষ্ট্র ও পূর্ববর্তী আফগান সরকারের সময়ের অসংখ্য সামরিক যান ও অস্ত্র অকেজো হয়ে দেশটিতে রয়ে গিয়েছিল। দেশ স্বাধীনের পর ইমারতে ইসলামিয়া প্রশাসন এইসব অস্ত্র ও সামরিক যান মেরামত করতে শুরু করে। এবং গত তিন বছরে তারা অসংখ্য সামরিক যান ও অস্ত্র মেরামত করে ব্যবহার উপযোগী করে তুলেছেন।


তথ্যসূত্র:
1. Weapon Repairs Continue by Ministry of National Defense
– https://tinyurl.com/yc8n5zx6

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা; নভেম্বরেই উত্তোলন ২২৩ কোটি ৭৩ লাখ
পরবর্তী নিবন্ধইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নুরিস্তানে প্রদেশে প্রথমবারের মতো মুল্যবান রত্ন পাথর বিক্রি শুরু