ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নুরিস্তানে প্রদেশে প্রথমবারের মতো মুল্যবান রত্ন পাথর বিক্রি শুরু

0
110

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে প্রথমবারের মতো বিক্রি করা হলো মুল্যবান রত্ন পাথর। সম্প্রতি প্রদেশটিতে অনুষ্ঠিত হয়েছিল রত্ন পাথরের নিলাম। নিলামে ৮ মিলিয়ন আফগানি মূল্যের মূল্যবান রত্ন বিক্রি হয়েছে।

গত ৩০ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বখতার নিউজ এজেন্সি। জানা যায়, নিলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারতে ইসলামিয়ার প্রতিনিধি ও স্থানীয় কর্মকর্তারা।

নুরিস্তান প্রদেশের বারগ-ই-মাতাল জেলার গভর্নর মৌলভি গুলাম কাদির হাইদারি হাফিযাহুল্লাহ এই উদ্যোগটিকে মূল্যবান রত্নের বিক্রয়ে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

তিনি দেশটির খনি শ্রমিক ও ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন রত্ন বিক্রির সময় সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এবং নিলামের মাধ্যমে তাদের রত্ন বিক্রি করেন।

উল্লেখ্য যে, আফগানিস্তানের অন্যান্য প্রদেশে যেমন কুন্দুজ, পাঞ্জশির এবং জাবুলেও মুল্যবান রত্ন পাথরের মজুদ রয়েছে এবং সেসব এলাকায়ও ইমারতে ইসলামিয়ার তত্বাবধানে রত্ন পাথর বিক্রি করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Nuristan Hosts First Gemstone Auction, Selling Over 8 Million AFN
– https://tinyurl.com/yc55zk6x

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহালকা ও ভারী ১০০টি অকেজো অস্ত্র মেরামত করেছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েল কর্তৃক গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছেই, নিহত আরও ২৭ ফিলিস্তিনি