ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না সন্ত্রাসী ইসরায়েলি বর্বরতা। দখলদার দেশটির হামলায় নতুন করে আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার তথ্যমতে, এ নিয়ে ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ৪৫ হাজার ছাড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের চলমান হামলায় একদিনে আরও ২৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫ হাজার ৫৪১ জনে। চলমান এই হামলায় আরও অন্তত এক লাখ ৮ হাজার ৩৩৮ জন আহত হয়েছেন।
সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী উত্তর গাজার অবরুদ্ধ জাবালিয়ায় হামলায় চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। তাপমাত্রা কমে যাওয়ায় গাজায় হাইপোথার্মিয়ায় অন্তত সাত ফিলিস্তিনি মারা গেছেন।
২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। জায়নবাদী ইসরায়েলের নির্বিচার হামলা থেকে বাদ যায়নি ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকার মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আবাসিক ভবন, এমনকি শরণার্থীশিবিরও।
দখলদার ইসরায়েলি আগ্রাসনে ২০ লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। ইসরায়েলি নির্বিচার হামলা গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের তথ্য মতে, ইসরায়েলের সন্ত্রাসী আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজাবাসী চরম মানবেতর জীবনযাপন করছেন।
তথ্যসূত্র:
1. Death toll across Gaza Strip surges to 45,541, over 108,338 injured
– https://tinyurl.com/yuzxfbhk
2.Updates: Israel intensifies attacks in North Gaza, kills 27 across Strip
– https://tinyurl.com/yce79cff