আরও পাঁচ দখলদার সেনাকে কফিন বন্দি করল আল-কাসসাম ব্রিগেড

1
145

উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি দখলদার বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ৫ জায়োনিস্ট সেনাকে কাছ থেকে গুলি করে হত্যা করেছে আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদিনরা‌।

৩০ ডিসেম্বর, সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হামাসের সামরিক আল কাসসাম ব্রিগেড জানিয়েছে, উত্তর গাজায় বিভিন্ন অভিযানের মাধ্যমে তাদের যোদ্ধারা ৫ জন দখলদার ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

আল-কাসসাম ব্রিগেড আরও জানায়, তাদের যোদ্ধারা একটি মার্কাভা ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয়, যেটিতে সন্ত্রাসী ইসরায়েলি সৈন্যরা অবস্থান করছিল। এছাড়াও একটি সামরিক জিপ লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করা হয়। যার ফলে ওই জীপে থাকা সব সৈন্য নিহত বা আহত হয়েছে।

এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবারের সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজায় একজন সৈন্যের মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে। নিহত সেনার নাম সার্জেন্ট ইউরিয়েল পেরেটজ (২৩)। সে কফির ব্রিগেডের নেজাহ ইহুদা ব্যাটালিয়নের সদস্য ছিল।

ওই ঘটনায় আরও তিনজন সেনা গুরুতর আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘর্ষটি উত্তর গাজার বেইত হানুন এলাকায় ঘটেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী গাজায় একটি নৃশংস যুদ্ধ শুরু করে। সম্প্রতি, দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন আরও বাড়িয়ে দিয়েছে। ইসরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করেছে। জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি অধ্যুষিত গাজা উপত্যাকা এখন ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।


তথ্যসূত্র:
1. Qassam Brigades says its fighters killed 5 Israeli soldiers
– https://tinyurl.com/fyh45bkj
2.Soldier killed in northern Gaza; IDF airs clip of Hamas planting bombs near hospital
– https://tinyurl.com/n6kxm43v

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের গাড়ীতে হামলা; আহত ২৫
পরবর্তী নিবন্ধভিডিও || প্রতিবেশীর দিকে জানালা খোলা রাখার বিষয়ে ইমারতে ইসলামিয়ার পাঁচ দফা নির্দেশনা জারি