থার্টিফার্স্ট নাইটে জাবিতে রাতভর অভিযান; মদ্যপ অবস্থায় ঢাবি শিক্ষার্থী সহ আটক ০৯

0
26

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে থার্টি ফার্স্ট নাইটে অভিজান চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের নয়জন শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছে।

মঙ্গলবার (০১ জানুয়ারী) রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পার্শ্ববর্তী সুন্দরবন এলাকা থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তারক্ষীরা। এ সময় শিক্ষার্থীদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায় এবং তাদের অনেকে মাদক সেবনরত অবস্থায় ছিল বলে প্রশাসনের কাছে স্বীকারোক্তি দিয়েছে তারা।

আটককৃতদের মধ্যে জাবির চারজন, ঢাবির তিনজন এবং উত্তরা ইউনিভার্সিটি ও প্রাইম নার্সিং কলেজের দুইজন শিক্ষার্থী রয়েছে।

আটক জাবি শিক্ষার্থীরা হল—বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. শিপন হোসেন, সতীর্থ বিশ্বাস বাঁধন এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী হ্রই মুইং স্যাং মারমা ও কৃষন চন্দ্র বর্ম্লন রয়েছে।

আটক ঢাবি শিক্ষার্থীরা হলে—ঢাবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী থোয়াইনু প্রু, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী প্রিয়ন্তি নাগ এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেং ফু মারমা।

এ ছাড়া ছিল উত্তরা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আফরিন আশা এবং প্রাইম নার্সিং কলেজের শিক্ষার্থী মাসুই মারমা।

গণমাধ্যমের বরাতে জানা যায়, থার্টি ফার্স্ট নাইটে ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখা টহল জোরদার করে। এদিন রাতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় শিক্ষার্থীদের আটক করা হয়। এ সময় তাদের কাছে মদ পাওয়া যায়। তাদের আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেওয়া হয়। প্রক্টরিয়াল টিমের কাছে আটকরা মাদক সেবনের কথা স্বীকার করেছে ।


তথ্যসূত্র:
১. জাবিতে রাতভর অভিযান, মদ্যপ অবস্থায় ঢাবি শিক্ষার্থীসহ আটক ৯
– https://tinyurl.com/59j973f3

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচিন্ময় থেকে রমেন রায়, বাংলাদেশ নিয়ে অপতথ্যের বন্যা ভারতীয় মিডিয়ায়
পরবর্তী নিবন্ধজাবিতে নারী প্রক্টরের পোশাক নিয়ে কটূক্তি ছাত্রদল নেতার