অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার ২ ভারতীয় নাগরিক

0
31

সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার (১ জানুয়ারি) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) দমদমিয়া ও কলাউরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতার দুজন হল– ভারতের শিলংয়ের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানাধীন ওয়ামলিংক এলাকার কয়াইতেরের ছেলে ব্লোমিং স্টার (৩২) এবং একই জেলার সাইগ্রাম থানাধীন বার্মন এলাকার গোমারুর ছেলে লোকাস (৫৫)।

বুধবার সন্ধ্যায় আটকের সত্যতা নিশ্চিত করেছে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে বিওপির টহল দল দুজন ভারতীয় নাগরিককে আটক করে। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


তথ্যসূত্র:
১. অনুপ্রবেশের দায়ে ২ ভারতীয় নাগরিক আটক
– https://tinyurl.com/4ncfvber

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা
পরবর্তী নিবন্ধপ্রতিষ্ঠাবার্ষিকীতে মসজিদের মাইকে মাইকিং করে সংঘর্ষ ছাত্রদলের দুই গ্রুপের; আহত ৩০