ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা উপলক্ষে মসজিদের মাইকে আযান দিতে বাঁধা

0
85

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপলক্ষে মসজিদের মাইকে আজান দিতে বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (০১ জানুয়ারী) কুমিল্লা জেল্লায় চৌদ্দগ্ৰাম উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে এই ঘটনা ঘটে।

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চৌদ্দগ্রাম ঈদগাহ মাঠে আলোচনা সভার আয়োজন করে উপজেলা ছাত্রদল। এসময় ঈদগাহ মসজিদের গেইট বরাবর প্যান্ডেল করে তারা। একপর্যায়ে যোহরের নামাজের সময় হলে মুয়াজ্জিনের অনুপস্থিতিতে মাইকে আযান দিতে যান এক মুসল্লি। কিন্তু আলোচনাসভায় ব্যঘাত সৃষ্টির অভিযোগ তুলে মাইকে আযান দেয়া হতে বাঁধা দেয় আয়োজকরা।

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে স্থানীয় একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন মসজিদের দায়িত্বরত মুয়াজ্জিন। ওই ভিডিও তে তাকে বলতে দেখা যায় ‘ আমার বোন ইন্তেকাল করায় তাঁর কাফন-দাফনের কাজ সেরে মসজিদে আসতে আমার দেরী হয়। আমার অনুপস্থিতিতে আযান দেয়ার জন্য মাইক চালু করে জয়নাল ( স্থানীয় এক ব্যক্তি যিনি প্রায়ই মুয়াজ্জিনের অনুপস্থিতিতে আযান দিয়ে থাকেন)। তিনি মাইকে আযান দিতে চাইলে বাঁধা দেয় ছাত্রদলের নেতারা। পরে আমি এসে মাইকে নামাজের সময় ঘোষণা দিয়ে সবাইকে আসতে বলি।’

ওই মুয়াজ্জিন ভিডিও তে আরও বলেন, ‘ তারা ঠিক মসজিদেরে গেইট বরাবর প্যান্ডল সাজিয়েছে এবং বাঁশ দিয়ে মসজিদে আসার রাস্তা বন্ধ করে দিয়েছে। এই জন্য আমাদের অনেক নিয়মিত মুসল্লি নামাজে আসতে পারেন নাই।’


তথ্যসূত্র:
-https://tinyurl.com/mbz8bzhs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসাবেক ডিএমপি কমিশনারের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ
পরবর্তী নিবন্ধ১ ঘণ্টায় বাংলাদেশ দখলের হুমকি দিয়েছে ভারতের নাগা সাধুরা