এবার শিক্ষার্থীকে পেটাল জবি ছাত্রদল নেতাকর্মীরা

0
63

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল কর্মীদের হট্টগোলের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করছে ভেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়েছে শাখা ছাত্রদল নেতা-কর্মীরা। বুধবার (০১ জানুয়ারী) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ভবনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভুক্তভোগী শিক্ষার্থী মো. জিহান। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জিহান গণমাধ্যমকে জানিয়েছেন, আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দুই তলায় দাঁড়িয়ে বন্ধুদের সাথে কথা বলছিলাম। নিচে ছাত্রদলের ছেলেরা নিজেদের মধ্যে কথা-কাটাকাটি করছিল। আমার হাতে ফোন ছিলো। এটা দেখে তারা নিচ থেকে দোতলায় উঠে আমাকে চড়-থাপ্পড়, লাথি দেয়।

ভুক্তভোগী শিক্ষার্থী আরো বলেন, তারা যখন আমাকে মেরেছে তখন আমি বারবার বলছিলাম আমার ফোন চেক করে দেখেন কোথাও ছবি আছে কিনা। ছবি থাকলে আপনারা আমারে মাইরেন। কিন্তু তারা আমার কথা শোনেনি। বিশেষ করে রায়হান নামের একজন সে খুবই বাজে ব্যবহার করেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, আমি বারবার বলছি আমি জগন্নাথের স্টুডেন্ট। বাইরের কেউ না। তারা মনে করেছে আমি ক্যাম্পাসের বাইরের কেউ।

এর আগে ১৭ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাফেটেরিয়ার পূর্ব পাশে শিক্ষার্থীদের মারামারির ছবি ও ভিডিও করায় দৈনিক কালের কণ্ঠের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জুনায়েত শেখকে মারধর করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


তথ্যসূত্র:
১. এবার শিক্ষার্থীকে পেটাল জবি ছাত্রদল নেতাকর্মীরা
– https://tinyurl.com/mr2h7vkh

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহশত নিশ্চিত দাবী বিএনপি নেতার
পরবর্তী নিবন্ধব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ; ধারালো অস্ত্রের মহড়া