ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ; ধারালো অস্ত্রের মহড়া

0
69

ব্যানারে নাম ছোট হওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এদিকে, কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এরপর মহাসড়ক ও বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে গেছে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।


তথ্যসূত্র:
১. ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ
– https://tinyurl.com/3wvx7dmv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার শিক্ষার্থীকে পেটাল জবি ছাত্রদল নেতাকর্মীরা
পরবর্তী নিবন্ধএবার স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’