ব্যানারে নাম ছোট হওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।
বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এদিকে, কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এরপর মহাসড়ক ও বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে গেছে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে।
তথ্যসূত্র:
১. ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ
– https://tinyurl.com/3wvx7dmv