এবার স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

0
146

এবার চুয়াডাঙ্গার একটি সরকারি প্রাইমারি স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ভেসে ওঠে।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

উল্লেখ্য, এর আগে গত ৩০ ডিসেম্বর ফেনী কেন্দ্রীয় জামে মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল বোর্ডের স্ক্রলিংয়ে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ এমন একটি লেখা দেখা যায়।

তারও আগে, গত ২৬ অক্টোবর ভোর ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৫১ মিনিট পর্যন্ত ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরের গেটের (এক্সিট গেট) ওপরের এলইডি সাইনবোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’লেখা স্ক্রিনে প্রদর্শিত হয়।


তথ্যসূত্র:
১.এবার স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
– https://tinyurl.com/438k7h65

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ; ধারালো অস্ত্রের মহড়া
পরবর্তী নিবন্ধআতশবাজীর শব্দে আতঙ্কিত শিশুর কান্না; প্রতিবাদ করায় শিশুসহ পুরো পরিবারকে মারধর আতশবাজদের