আতশবাজীর শব্দে আতঙ্কিত শিশুর কান্না; প্রতিবাদ করায় শিশুসহ পুরো পরিবারকে মারধর আতশবাজদের

0
176

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ফুটানো আতশবাজীর আওয়াজে আতঙ্কিত হয়ে চিৎকার করে এক শিশু। পরে তার বাবা প্রতিবাদ করলে সন্তান, বাবা, মা সহ পুরো পরিবারের উপর হামলা চালায় আতশবাজরা।

মঙ্গলবার (০১ জানুয়ারী) কুমিল্লা শহরের ধানমন্ডি রোডের রিফাত মঞ্জিল নামক এক বাড়ীতে এই ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী ওই পিতা এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “রাতে আমি আমার রুমে ঘুমিয়ে যাই। অন্য রুমে ঘুমন্ত থাকে আমার স্ত্রী ও ছোট দুই মেয়ে। কিন্তু রাত ১২টা বাজার সাথে সাথে শুরু হয়ে যায় উচ্চ শব্দের আতশবাজি ফুটানো। বাসার ছাদে উচ্চ শব্দের আতশবাজি ফুটার সাথে সাথে ঘুম থেকে উঠে ভয়ে ছোট দুই মেয়ে কান্না করতে থাকে। বারবার আতশবাজি ফুটতেছে আর ছোট দুই মেয়ে ভয়ে আতঁকে উঠতেছে। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। মেয়েদের এমন অবস্থা দেখে নিজ রূম থেকে চিৎকার করে প্রতিবাদ ও আর্তনাদ স্বরূপ চিৎকার করে শহরবাসীর উদ্দেশ্যে কিছু উচ্চ বাক্য শব্দ বলি।”

তিনি আরও লিখেন, ‘ফলাফল স্বরূপ ৫ মিনিট পর ছাদ থেকে নেমে আসে আমাদের বিল্ডিং এ থাকা আতশবাজি ফুটিয়ে উৎসব করা একটা দানবীয় ৭/৮ জনের ফ্যামিলি। তারা আমার বাসার দরজার সামনে এসে গালাগালি শুরু করে। দরজা খোলা মাত্রই তারা আমার উপর এবং আমার স্ত্রী, ও ছোট দুই মেয়ের উপর ঝাঁপিয়ে পড়ে অতর্কিত হামলা করে। অতঃপর থানায় ফোন দিলে পুলিশ আসে। তৎক্ষণাৎ হামলাকারী পুরুষ অপরাধীরা পালিয়ে যায়। এই এক ভয়ঙ্কর উৎসবের রাত। হেদায়েতের মালিক তো আল্লাহ।’

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার স্কুলের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘আ. লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
পরবর্তী নিবন্ধদামেস্ক বিজয় মুসলিম বিশ্বের উপর আল্লাহর মহান এক অনুগ্রহ: আল-কায়েদা নেতা সামি আল-উরাইদী